দেশ

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সস্ত্রীক করোনা আক্রান্ত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ফাইল ছবি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। শারীরিকভাবে তার কোনো জটিলতা নেই।  মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ‘মন্ত্রী গতকাল বুধবার টেস্ট করিয়েছেন এবং আজকে রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসাতেই আছেন, শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই।’

মন্ত্রীর সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের ৪ দিন আগেই করোনা শনাক্ত হন। তিনিও বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন সিলেট-৪ আসনের ৬ বারের সংসদ সদস্য ও মন্ত্রী ইমরান আহমদ। এদিকে, মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবিরও তিনদিন ধরে করোনা আক্রান্ত। তিনিও বাসায় আইসোলেশনে আছেন বলে রাশেদুজ্জামান জানান।

এমন আরো সংবাদ

Back to top button