নির্বাচনহাইলাইটস

এখন বাইডেনের ‘ট্রাম্পকার্ড’ নেভাদা

 মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ফাইল ছবি : রয়টার্স
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ফাইল ছবি : রয়টার্স

কে হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন? হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন। আর মাত্র ছয়টি ইলেকটোরাল ভোট পেলেই প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হবেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। এ ক্ষেত্রে বাইডেনের ‘ট্রাম্পকার্ড’ হিসেবে বিবেচনা করা হচ্ছে নেভাদা অঙ্গরাজ্যকে। কেননা যে পাঁচটি অঙ্গরাজ্যের ফল ঘোষণা বাকি, তার মধ্যে এই অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন তিনি। আর এই অঙ্গরাজ্যেই রয়েছে তাঁর আকাঙ্ক্ষিত ছয়টি ইলেকটোরাল ভোট।   মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মধ্যে নেভাদা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কার ভোটের ফলাফল এখনো মেলেনি। এগুলোতে এখনো ভোট গণনা চলছে। এর মধ্যে পেনসিলভানিয়ায় ২০টি, নর্থ ক্যারোলাইনায় ১৫টি, জর্জিয়ায় ১৬টি, আলাস্কায় তিনটি ও নেভাদায় ছয়টি মহামূল্যবান ইলেকটোরাল ভোট আছে।

এই পাঁচ অঙ্গরাজ্যের চারটিতেই ট্রাম্প এগিয়ে থাকলেও নেভাডায় এগিয়ে রয়েছেন বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রজেকশন অনুযায়ী, নেভাদায় ৭৫ শতাংশ ভোট গণনা হয়েছে, যার ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। এখানে জয় পেলে আকাঙ্ক্ষিত ছয়টি ইলেকটোরাল কলেজ ভোটই হতে পারে বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার চাবিকাঠি।

অন্যদিকে আবারও প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পকে নেভাদাসহ পাঁচটি অঙ্গরাজ্যের সবই (৬০টি) ইলেকটোরাল ভোটই পেতে হবে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা নাগাদ আলাবামা (৯), আরকানসাস (৬), ফ্লোরিডা (২৯), আইডাহো (৪), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), কানসাস (৬), কেনটাকি (৮), লুইজিয়ানা (৮), মেইন (১), মিসিসিপি (৬), মিসৌরি (১০), মন্টানা (৩), নেব্রাস্কা (৪), নর্থ ডাকোটা (৩), ওহাইও (১৮), ওকলাহোমা (৭), সাউথ ক্যারোলাইনা (৯), সাউথ ডাকোটা (৩), টেনেসি (১১), টেক্সাস (৩৮), ইউটাহ (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৫) ও ওয়াইওমিং (৩) অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে একই সময় পর্যন্ত জো বাইডেন অ্যারিজোনা (১১), ক্যালিফোর্নিয়া (৫৫), কলোরাডো (৯), কানেকটিকাট (৭), ডেলাওয়ার (৩), হাওয়াই (৪), ইলিনয় (২০), মেইন (৩), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), মিশিগান (১৬), মিনেসোটায় (১০), নেব্রাস্কা (১), নিউ হ্যাম্পশায়ার (৪), নিউজার্সি (১৪), নিউ মেক্সিকো (৫), নিউইয়র্ক (২৯), অরেগন (৭), রোড আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩), উইসকনসিন (১০) ও ওয়াশিংটন (১২) অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় (৩) জয় পেয়েছেন। এদিকে পপুলার ভোটেও পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন ছয় কোটি ৮৬ লাখ ১৮৭ ভোট। আর বাইডেন পেয়েছেন সাত কোটি ২০ লাখ ৭৫ হাজার ৭৫৭ ভোট।

এমন আরো সংবাদ

Back to top button