বিয়ের পর প্রথম, গান গেয়ে ভাইরাল নেহা কক্কর
বিয়ের পর প্রথম করওয়া চৌথ পালন করছেন বলিউডের রিমিক্স কুইন নেহা কক্কর। স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বেশ খোশমেজাজে দেখা গেল নেহাকে। শুধু তা-ই নয়, গান গেয়ে শেয়ার করেছেন ভিডিও। সেই ভিডিও প্রকাশ হতেই হু হু করে ভাইরাল।
ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টার খবর, লাল রঙের সালওয়ার কামিজে সেজে, হাতে মেহেদি পরে ভিডিও শেয়ার করেছেন নেহা কক্কর। রোহনপ্রীতকেও স্ত্রীর পাশে দেখা যাচ্ছে। একই ভিডিও শেয়ার করেছেন রোহনপ্রীত। নেহার ইনস্টা ওয়ালে ভিডিওটির ভিউ ১৯ লাখের বেশি আর রোহনপ্রীতের ইনস্টা ওয়ালে ভিউ চার লাখের বেশি।
অক্টোবরে দিল্লির একটি গুরুদ্বারে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নেহা কক্কর। দিল্লির গুরুদ্বারে বিয়ের পর সেখানে বসে নেহা-রোহনের প্রথম রিসেপশন। দিল্লির রিসেপশনের পর পাঞ্জাবে উড়ে যান এ দম্পতি। সেখানে বসে তাঁদের দ্বিতীয় রিসেপশন। পাঞ্জাব ও দিল্লিতে রিসেপশন সেরে সম্প্রতি মুম্বাইয়ে ফেরেন নেহা-রোহনপ্রীত।
‘নেহু দ্য বিয়া’ শিরোনামে ২১ অক্টোবর নতুন গান মুক্তি পায় নেহা কক্করের, যে গানের কথা ও সুর করেছেন নেহা নিজেই। এই গানে দেখা গেছে নেহা-রোহনপ্রীতকে।