নির্বাচনহাইলাইটস

ট্রাম্পকে বিজয়ের শুভেচ্ছা জানাল মেলানিয়ার দেশের প্রধানমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়ার দেশের প্রধানমন্ত্রী ইয়ানেস জানেসা। যদিও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ফলাফলের ক্ষেত্রে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

দেশটির প্রধানমন্ত্রী এক টুইটে ট্রাম্পকে শুভেচ্ছা জানান।  তিনি বলেন, আমেরিকার জনগণ স্পষ্টতই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্সকেই আরও চারবছরের জন্য নির্বাচিত করেছে।

ফলাফলে দেরি করে ট্রাম্পের বড় ধরনের চূড়ান্ত বিজয়কেই অস্বীকার করা হচ্ছে বলে মন্তব্য করেন জানেসা। যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচনে শক্তিশালী অবস্থানের জন্য ট্রাম্পের রিপাবলিকান পার্টিকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।

ইউরোপীয় নেতাদের মধ্যে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীই প্রথম ট্রাম্পকে অভিনন্দন জানালেন।

এই মুহূর্তে দেশটিতে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যতে ভোটের ফলাফল গণনা বাকি। যদিও দুই প্রেসিডেন্ট পদ প্রার্থী তাদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

এমন আরো সংবাদ

Back to top button