নির্বাচনহাইলাইটস

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের জন্য ভারতে প্রার্থনা

lkএবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের হয়ে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করা কমলা হ্যারিসের পূর্বপুরুষের বাড়ি দক্ষিণ ভারতের একটি গ্রামে। কমলা হ্যারিস যেন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন, সেজন্য সেই গ্রামে তার সমর্থকরা প্রার্থনার আয়োজন করেছেন। অন্যদিকে হিন্দু ডানপন্থী দল হিন্দু সেনার কর্মীরা প্রার্থনা করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের জন্য। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে মন্দিরে বিশেষ এক প্রার্থনার আয়োজন করেন কমলা হ্যারিসের মায়ের পক্ষের পূর্বপুরুষের বাড়ি দক্ষিণ ভারতের গ্রাম থুলাসেন্দ্রাপুরামের আশপাশে বসবাসকারীরা। এ সময় কমলা হ্যারিসের জয় কামনা করে নিজস্ব ধর্মীয় রীতিতে প্রার্থনা করেন স্থানীয় এক রাজনীতিবিদ। স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, ১৫টির বেশি গাড়ি ও মোটরসাইকেলে করে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা মন্দিরে উপস্থিত হন ঘটনাটি কাভার করার জন্য। একজন গ্রামবাসী বলেন, ‘কমলা হ্যারিস আমাদেরই একজন। আমরা তাকে নিয়ে গর্বিত।’

একই সময় প্রার্থনা হয়েছে থুলাসেন্দ্রাপুরাম থেকে শত শত মাইল দূরে দিল্লিতেও। ভারতের রাজধানী শহরের উত্তরাঞ্চলে এ প্রার্থনার আয়োজন করেন হিন্দু সেনার প্রায় দুই ডজন কর্মী। তারা বলেন, তারা চাইছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। কারণ তাতে করে এ মুহূর্তে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীন চাপে থাকবে। ডানপন্থী হিন্দু সংগঠনটির এক সদস্য বলেন, ‘আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারব যদি ট্রাম্প আবার ক্ষমতায় আসেন। তবে কমলা হ্যারিসের জন্যও আমাদের শুভকামনা রয়েছে। কারণ তার পূর্বপুরুষের বাড়ি ছিল আমাদের দেশে। কিন্তু ভাইস প্রেসিডেন্টের আসলে তেমন ক্ষমতা নেই।’

এমন আরো সংবাদ

Back to top button