এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে নির্বাচনে প্রধান যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে পেনসিলভানিয়ার মিডওয়েস্ট এবং রাস্ট বেল্ট, মিশিগান, আইওয়া এবং উসকনসিন। ২১টি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্প তার শক্ত অবস্থান ধরে রাখবেন বলেই মনে হচ্ছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ টেক্সাস এবং ফ্লোরিডা রয়েছে। ফ্লোরিডাকে ধারণার চেয়েও বেশি ব্যবধানে এগিয়ে থাকছেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবার অ্যারিজোনা ছিনিয়ে নিতে পারেন। ডেমোক্র্যাট অধ্যুষিত এ অঙ্গরাজ্যে তিনি হিলারির চেয়ে ভালো করবেন বলেই মনে করা হচ্ছে।
এদিকে ডেলাওয়ারে সমর্থকদের উদ্দেশে ভাষণে জো বাইডেন বলেছেন, আমরা জয়ের পথেই আছি। কিন্তু এখনো অনেক পথ বাকি। শেষ ব্যালট গণনা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
ট্রাম্প টুইটারে ‘বিশাল বিজয়’ ঘোষণা দিয়েছেন। তবে ‘নির্বাচন চুরি’ করা চেষ্টা করা হচ্ছে এমন একটি পোস্ট ঢেকে দিয়েছে টুইটার।
এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। অন্তত একশ বছরের মধ্যে এতো মানুষ ভোট দেননি। এরই মধ্যে ভোটের বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে। তবে কিছু অঙ্গরাজ্যের ফলাফল আসতে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে।
সূত্র: বিবিসি