তুমুল হাড্ডাহাড্ডি লড়াই দেখছে মার্কিনীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাইডেন ইলেক্টোরাল ভোটে এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফলের দৌঁড়ে এখনো অনেক পথ বাকি। এরই মধ্যে টুইট করে নির্বাচনে ‘চুরির অভিযোগ’ এনেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় সাড়ে ১২টার দিকে করা টুইটে ট্রাম্প বলেছেন, আমরা অনেকখানিই উপরে এসেছি। তবে তারা ‘নির্বাচন চুরির’ চেষ্টা করছে। যা আমরা হতে দেবো না। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর আর ভোট গ্রহণযোগ্য হয় না!
অবশ্য ট্রাম্পের ওই টুইটে সতর্কতা লেবেল সাঁটিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তারা লেবেলে লিখে দিয়েছে যে, ওই বক্তব্য নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে।
বাংলাদেশ সময় দুপুর দেড়টা পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী, ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ৪৫১টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৩৮টি এবং রিপাবলিকান ট্রাম্প পেয়েছেন ২১৩টি। হোয়াইট হাউজের পথে জো বাইডেনের এখনো প্রয়োজন ৩২ ভোট, আর ট্রাম্পের প্রয়োজন ৫৭টি।
তবে ২০টি ইলেক্টোরাল ভোটের রাজ্য পেনিনসেলভিনিয়ায় অনেকখানিই এগিয়ে আছেন ট্রাম্প। এগিয়ে আছেন জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, উইসকনসিনেও। সবমিলিয়ে এসব রাজ্যের ইলেক্টোরাল ভোট ৭৭টি। আর বাইডেন এগিয়ে আছেন শুধু আরিজোনা ও নেভাডায়। এই দুই রাজ্যে ইলেকটোরাল ভোট ১৭টি।