নির্বাচন

ভোটের রাতে বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

tমার্কিন নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। অন্যদিকে বেশ কয়েকটি শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করেছেন মার্কিনিরা। মঙ্গলবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। তারা ট্রাম্পবিরোধী স্লোগান দেন। বর বিবিসির। তাদের বিক্ষোভ মিছিলের কারণে শহরের অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন– আমরা যদি বিচার না পাই, তা হলে তোমরা শান্তিও পাবে না। বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও হোয়াইট হাউসের বাইরে সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। অনেককে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।

ওয়াশিংটন ডিসির সামনে বড় বিক্ষোভ হওয়ার খবর পাওয়া গেছে।

লসঅ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউইয়র্ক শহরেও বিক্ষোভ হয়েছে। নির্বাচনের ফল ঘিরে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই বিভিন্ন শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট তালাবদ্ধ করেছেন।

সিবিএস নিউজের সাংবাদিক ক্রিস্টিনা রুফিনি তার টুইটার অ্যাকাউন্টে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন।

এদিকে মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।  এখনও ৮৭টি ইলেকটোরাল কলেজ ভোটের ফল ঘোষণা বাকি।  ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৫ ইলেকটোরাল ভোটে পিছিয়ে আছেন। ট্রাম্প পেয়েছেন ২১৩ ভোট আর বাইডেন ২৩৮ ইলেকটোরাল ভোট।

এমন আরো সংবাদ

Back to top button