মার্কিন সিনেটের অ্যারিজোনা আসনে সাবেক স্পেস শাটল কমান্ডার মার্ক কেলি জয়ী হয়েছেন। বুধবার মার্কিন গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। রিপাবলিকান সিনেটর মার্থা ম্যাকস্যালিকে পরাজিত করেছেন তিনি।
কেলি বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী যে যখন ভোট গণনা শেষ হবে, এই মিশনে আমরা সফল হয়ে যাবো। ট্রাম্পের সঙ্গে ম্যাকস্যালির সম্পর্ক প্রথমে ভালো থাকলে পরবর্তীতে দূরত্ব বেড়ে গেছে।