নির্বাচনহাইলাইটস

ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করব, খেলা এখনো বাকি : বাইডেন

 ডেমোক্রেটিক দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : রয়টার্স
ডেমোক্রেটিক দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : রয়টার্স

মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘অনেক খেলা বাকি আছে এখনো। আমরা অপেক্ষা করব।’ যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার রাতে যদি প্রেসিডেন্ট নির্বাচনের ফল পরিষ্কার না হয়, ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন সে ক্ষেত্রে নিজের পরিকল্পনা কী হবে, তা জানাননি। তবে তিনি বলেছেন, নিজে প্রস্তুত হওয়ার পর এ ব্যাপারে জানাবেন।

জো বাইডেন বলেন, ‘এখনো খেলা যথেষ্ট বাকি আছে। … আমরা দেখছি। যদি আজ রাতে কিছু বলতে হয়, আমি এ ব্যাপারে বলবো। যদি দরকার না হয়, তাহলে পরের দিন ভোট গণনা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো।’

তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট নির্ধারণ করতে পারবেন না ভোটে কাকে চাওয়া হচ্ছে এবং গণনায় কী এসেছে সেটাও বলতে পারবেন না। ভোটাররা প্রেসিডেন্ট নির্ধারণ করে দেন। প্রার্থী কী বললেন সেটা কোনো বিষয় নয়, ভোট গণনা হবে নিয়ম মেনে।’

ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এমন আরো সংবাদ

Back to top button