নির্বাচনবিদেশ

মার্কিন নির্বাচনে অধিকাংশ ইসরাইলি ট্রাম্পের পক্ষে

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিজেদের জন্য আনুকূল্য হবে বলে ৬০ শতাংশ ইসরাইলি মনে করেন। সোমবার এক মতামত জরিপে এমন তথ্য পাওয়া গেছে। জেরুজালেমভিত্তিক থিংকট্যাংক ইসরাইল ডেমোক্র্যাসি ইন্সটিটিউট (আইডিআই) এ মতামত জরিপটি করেছে, মার্কিন নির্বাচনের ঠিক আগমুহূর্তে যা প্রকাশ করা হয়েছে। ৭০ শতাংশ ইহুদি মনে করেন ট্রাম্পের বিজয়ে মার্কিন স্বার্থ নিহিত আছে। আর কেবল ১৭ শতাংশ ইসরাইলির ধারণা, ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের বিজয় তাদের জন্য ভালো হবে।

আর ২০ শতাংশ বলেছেন, তারা এ ব্যাপারে কিছু জানেন না। আইডিএ বলছে, বাইডেন প্রেসিডেন্ট হলে মার্কিন-ইসরাইল সম্পর্ক দুর্বল হয়ে যাবে এমন মূল্যায়ন থেকেই ট্রাম্পের প্রতি ইহুদিদের মধ্যে সম্ভবত এই আনুকূল্য এসেছে। ‘ইহুদিরা মনে করেন, বাইডেনের নির্বাচন ওয়াশিংটন-ফিলিস্তিন সম্পর্ক আরও জোরদার হবে।’

মধ্য অক্টোবরে তেলআবিবভিত্তিক টেলিভিশন আই২৪ নিউজের এক জরিপেও ট্রাম্পের প্রতি ইহুদিদের সমর্থনের বিষয়টি সামনে চলে আসে। জরিপে দেখা যায়, ৬৩ শতাংশ ইসরাইলি মনে করেন, ট্রাম্প সবচেয়ে বেশি ইসরাইলপন্থী প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পর ইসরাইলের আনুকূল্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী এবং সিরিয়ার গোলান হাইটসে ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে তার প্রশাসন। অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে বেশ কয়েকটি আরব দেশের শান্তি চুক্তিরও মূল আয়োজক এ রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্পকে এ পর্যন্ত হোয়াইট হাউসে ইসরাইলের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে ঘোষণা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এমন আরো সংবাদ

Back to top button