এন্টারটেইনমেন্টশুভ জন্মদিন

টি-টাউনের শুভশ্রীর জন্মদিন আজ

vকলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির জন্মদিন আজ (৩ নভেম্বর)। ১৯৮৯ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন টি-টাউনের এই অভিনেত্রী। বিনোদন অঙ্গনে শুভশ্রী ক্যারিয়ার শুরু করেন ২০০৭ সালে। ‘পিতৃভূমি’ তাঁর অভিনীত প্রথম বাংলা সিনেমা। এর আগে ‘ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোঁজে’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন শুভশ্রী। ক্যারিয়ারের শুরুতে এই অভিনেত্রী ওড়িয়া ভাষার একটি সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। তবে শুভশ্রী আলোচনায় আসেন রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ’ সিনেমায় অভিনয় করে। ব্যক্তিজীবনে শুভশ্রী ২০১৮ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। কিছুদিন আগে পুত্রসন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে ছেলেকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। সে কারণে বাংলাদেশেও বেশ জনপ্রিয় টি-টাউনের এই অভিনেত্রী।

 

এমন আরো সংবাদ

Back to top button