অর্থনীতিহিরো অফ দি ডে
বীর শ্রেষ্ঠ মতিউর রহমান সম্মাননা পুরুষ্কার ২০২০ পেলেন আবদুল্লাহ আল মাসুম
ঢাকা: নতুন কল্যানমূলক আইডিয়ার জনক হিসেবে আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান এর জন্য `বীর শ্রেষ্ঠ মতিউর রহমান সম্মাননা পুরষ্কার ২০২০ ‘ এ সম্মানিত হলেন উদ্যোক্তা আবদুল্লাহ আল মাসুম| সম্প্রতি (২৮.১০.২০২০) রাজধানীর বাংলদেশ প্রেস কাউন্সিল এ স্বাধীনতা সংসদ, করোনাকালীন জাতিসংঘের অবদান শীর্ষক এক আলোচনার পর বীর শ্রেষ্ঠ মতিউর রহমান পুরষ্কারে ভূষিত করে বিশিষ্ট উদ্যোক্তা আবদুল্লাহ আল মাসুম কে। উল্লেখ্য, উদ্যোক্তা মাসুম ২২ বছর সৃজনশীল ১৭ টি শাখায় অবদান রেখে চলেছেন৷ তিনি ৭ টি বিষয়ে প্রশিক্ষন দিয়ে থাকেন| এছাড়াও ৬ টি বড় গ্রুপের এডভাইজার, কনসালটেন্ট, ফরেন লোন বিষয়ক এক্সপার্ট গবেষক। ভাড়ার টাকায় ফ্লাটের মালিক, ছয় ফুটের বাইক লেন, সমবায় নীতিতে আন্তরিক মানবিক বিজনেস মডেল সহ ১৬ টি নতুন আইডিয়ার স্রষ্টা তিনি৷
ইলেকট্রনিক বিজনেস, রেষ্টুরেন্ট বিজনেস, ম্যারেজ মিডিয়া, গার্মেন্ট বিজনেস, হাউজিং বিজনেস, পাথর বালি সাপ্লাই বিজনেস, পুরোনো জাহাজ শীপ ব্রেকিং বিজনেস সহ অনেক ব্যবসার সাথে সম্পৃক্ত ও জনসালটেন্সি করেন। দীর্ঘ ২২ বছর ধরে সৃষ্টিশীল ও কল্যানমূখী কর্মকান্ডে তিনি সম্পৃক্ত৷ খুব শীঘ্রই শুরু করবেন ম্যারেজ মিডিয়া, আইটি প্রতিষ্ঠান, ও অন্যান্য আরো কিছু কোম্পানি। তিনি সকলের প্রার্থনার অংশ হবার প্রত্যাশা ব্যক্ত করেছেন৷