কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
করোনাভাইরাস পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস অ্যাধানম গেব্রিয়েসুস সেলফ কোয়ারেন্টাইনে গেছেন। রোববার (১ নভেম্বর) এক টুইট বার্তায় তিনি জানান, কোভিড -১৯ পরীক্ষা পজেটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি সেলফ কোয়ারেন্টাইনে গেছেন। ডা. তেদ্রোস অ্যাধানম গেব্রিয়েসুস জানান, তিনি ভাল আছেন এবং তার শরীরে কোন উপসর্গ দেখছেন না। তবে সাবধানতার কারণে বাড়ি থেকে কাজ করবেন। তিনি আরও জানান, আমরা সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলব। সঠিক দিক নির্দেশনা মেনে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করব, স্বাস্থ্য খাতকে রক্ষা করব।
চলতি বছরের শুরুতে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তেদ্রোস অ্যাধানম গেব্রিয়েসুস। এছাড়া তিনি করোনার ভ্যাকসিন তৈরির লক্ষ্যে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও বিজ্ঞানীদের সাথে কাজ করে যাচ্ছেন। এপ্রিলের দিকে ড্রব্লিউএইচও প্রধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার শিকার হয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস প্রাদুর্ভাবে প্রতিক্রিয়ায় তাদের ‘প্রাথমিক দায়িত্ব পালন করতে ব্যর্থ’ হয়েছে বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।