আমেরিকার প্রেসিডেন্ট ও তাদের সময়কাল
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৫৮টি নির্বাচনে ৪৫ জন প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এবং শেষ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এদের মধ্যে ১৯ জন প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হন।
ডেমোক্রেটিক প্রেসিডেন্ট : ডেমোক্রেটিক পার্টি ১৮২৮ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৫ জন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র শাসন করেন। দেশটির ৭ম প্রেসিডেন্ট এন্ড্রু জ্যাকসন ছিলেন প্রথম এবং ৪৪তম প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা।
রিপাবলিকান প্রেসিডেন্ট :রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাকাল ১৮৫৪ সাল। দলটির মোট ১৯ জন প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে ছিল হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬১ সালে রিপাবলিকান পার্টি থেকে প্রথমবারের মতো নির্বাচিত হন। দলটির শেষ এবং ১৯তম প্রেসিডেন্ট হচ্ছেন ডনাল্ড ট্রাম্প। বাকিরা ছিলেন প্রথম দিকে ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির ও স্বতন্ত্র।
এক নজরে আমেরিকান প্রেসিডেন্টের ব্যতিক্রমধর্মী তথ্য
– ৮ জন প্রেসিডেন্টের জন্ম ব্রিটিশ শাসনামলে। এরা হচ্ছে জর্জ ওয়াশিংটন, জন অ্যাডমস, জেফারসন, ম্যাডিসন, মনরো, কিউ অ্যাডমস, জ্যাকসন এবং হ্যারিসন।
– ৯ জন প্রেসিডেন্ট কখনো কলেজেই যাননি। এরা হচ্ছেন- ওয়াশিংটন, জ্যাকসন, ভ্যান বুরেন, টেলর, ফিলমোর, লিংকন, জনসন, ক্লীভল্যান্ড এবং ট্রুম্যান।
– হার্ভার্ড থেকে ডিগ্রী নিয়েছেন ৬ জন: জন অ্যাডমস, কিউ অ্যাডমসম, টি রুজভেল্ট, এফ রুজভেল্ট, কেনেডী এবং জর্জ ডব্লিউ বুশ।
– আমেরিকার ৪৩ জন প্রেসিডেন্টই পর্তুগীজ, ইংরেজ, আইরিশ, স্কটিশ, ওয়েলস, সুইস, অথবা জার্মান-এ ৭টি জাতের উত্তরসুরী।
– সবচেয়ে বৃদ্ধ প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ৬৯ বছর বয়সে এবং সর্ব কনিষ্ঠ কেনেডী ৪৩ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
– সবচেয়ে লম্বাকৃতির প্রেসিডেন্ট ছিলেন লিংকন। তার উচ্চতা ছিলো ৬ ফুট ৪ ইঞ্চি। আর সবচেয়ে খাটো ছিলেন ম্যাডিসন।
– অনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ২ বছর আমেরিকা শাসন: ১৯৭৩ সালে ভাইস প্রেসিডেন্ট স্পাইরো ক্রানিত পদত্যাগ করলে প্রেসিডেন্ট নিক্সন জেরাল্ড ফোর্ডকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেন এর পরবর্তীতে নিক্সন পদত্যাগ করলে ফোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
– প্রেসিডেন্ট থাকাকালীন যারা আততায়ীর হাতে নিহত হন: লিংকন, গারফিল্ড, ম্যাককিনলে এবং কেনেডী।
– আততায়ীর হাত থেকে যারা বেঁচে যান: জ্যাকসন, টি রুজভেল্ট, এফ রুজভেল্ট, ট্রুম্যান, ফোর্ড এবং রিগ্যান।
– প্রেসিডেন্ট থাকাকালীন যে ৮ জন মারা যান: হ্যারিসন, টেলর, গারফিল্ড, ম্যাককিনলে, হার্ডিং, এফ রুজভেল্ট এবং কেনেডী।
– ৪ জুলাই মারা যান/ আমেরিকান স্বাধীনতা দিবসে মারা যান: প্রেসিডেন্ট অ্যাডমস, জেফারসন এবয় মনরো।