খেলাধুলা

জাতীয় দলে সুযোগ পেতে চান ইমন

 তরুণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। ছবি : সংগৃহীত
তরুণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। ছবি : সংগৃহীত

জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্য স্থির করেছেন যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য পারভেজ হোসেন ইমন। তবে কাজটি সহজ হবে না বলেও মনে করেন তিনি। জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণে ধাপে ধাপে এগোতে চান এই তরুণ ব্যাটসম্যান। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ইমন বলেন, ‘অবশ্যই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন আছে। তবে আমি ধাপে ধাপে এগোতে চাই। আমি এখন হাই পারফরম্যান্স দলে আছি। এরপর আমি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে চাই। আমি যদি এই দুই পর্যায়ে সেরা পারফরম্যান্স দেখাতে পারি, তবেই জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

ব্যাটিং দক্ষতা বাড়ানোর জন্য এইচপিতে টবি র‌্যাডফোর্ডের সঙ্গে কাজ করছেন ইমন। এ সম্পর্কে তিনি বলেন, ‘এইচপির কাজটি অবশ্যই অনেক ভালো, ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি এখান থেকে শেখার চেষ্টা করছি। আমি ব্যাটিং নিয়ে কাজ করছি।’

যুব বিশ্বকাপ জয়ের ঘটনা এখন অতীত। তাই অতীতের ওপর নির্ভর না করে সামনের দিকে এগিয়ে যেতে চান ইমন, ‘এটা এখন অতীত। আমাদের জন্য এটি একটি দুর্দান্ত অর্জন ছিল। এখন আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

এমন আরো সংবাদ

Back to top button