দেশ

রাঙ্গামাটিতে শেষ হলো ৫ দিনব্যাপী “উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স

kjরাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হলো পাঁচদিনব্যাপী “উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স-২০২০”। গত ২৫ অক্টোবর রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রশিক্ষণ কোর্সের পরিকল্পনাকারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা ও হিল কালচার হেরিটেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশিক সুমন। প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক হিসেবে ছিলেন উপস্থাপক, অভিনেতা ও নির্দেশক মোঃ আক্তারুজ্জামান এবং টেলিভিশন উপস্থাপক, অভিনেতা ও সাংবাদিক রেজাউর রহমান রিজভী।
প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে সফলভাবে কোর্স শেষ করেছেন ১৪ জন তরুণ-তরুণী। তারা হলেন- এলিজাবেথ পাংখোয়া, কেয়া দেওয়ান, শ্রাবণী রুদ্র, কলি চাকমা, খোয়াই ত্রিপুরা, পম্পি বড়ুয়া, ভরত চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, ননাবি চাকমা, সীমা ত্রিপুরা, তনয়া দেওয়ান, সুফলা তঞ্চঁঙ্গ্যা, মনীষা চাকমা ও বিজ্ঞান্তর তালুকদার।
২৯ অক্টোবর প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করে কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা। সমাপনী দিনে কোর্সে অংশগ্রহণকারীদের অংশগ্রহণে এক মনোগ্ধ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সঙ্গে “উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স-২০২০” এর আয়োজনে ছিল রাঙ্গামাটি জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আর সহযোগীতায় ছিল হিল কালচার হেরিটেজ ফাউন্ডেশন। আগামীতে এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা আশাবাদ ব্যক্ত করেছেন।

এমন আরো সংবাদ

Back to top button