এন্টারটেইনমেন্ট

২৫ দেশে নতুন দুই সিনেমার শুটিং করবেন টাইগার

 বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ ও সাজিদ নাদিদওয়ালা । ছবি : সংগৃহীত
বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ ও সাজিদ নাদিদওয়ালা । ছবি : সংগৃহীত

অ্যাকশন হিরো ফিরছেন নতুন দুই সিনেমা নিয়ে। সেই দুটি সিনেমাও আবার রোমাঞ্চধর্মী অ্যাকশন সিনেমার সিক্যুয়েল। বলছিলাম বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফের কথা। ‘বাঘি ৪’ ও ‘হিরোপান্তি ২’ সিনেমায় দেখা যাবে টাইগার শ্রফকে। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছেন সিনেমা দুটির প্রযোজক সাজিদ নাদিদওয়ালা।

ভারতীয় গণমাধ্যমের ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, ‘হিরোপান্তি ২’ সিনেমা দিয়ে করোনাপরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন টাইগার। ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পেতে পারে সিনেমাটি। আর বড় পরিকল্পনা চলছে ‘বাঘি ৪’ সিনেমা নিয়ে। এ সংস্করণে পরিচালক আহমেদ খান ফিরছেন। আর এই দুই সিনেমার শুটিং হবে সর্বমোট ২৫ দেশে। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত রোমাঞ্চধর্মী অ্যাকশন ‘হিরোপান্তি’ সিনেমা দিয়ে ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করেন টাইগার শ্রফ। ২০১৬ সালে ‘বাঘি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেতা।

এমন আরো সংবাদ

Back to top button