রোববারের ফাইনালে ব্রঙ্কস স্টার ও যুব সংঘ মুখোমুখী
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র ফুটবল লীগ-২০২০
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগ-২০২০ এর ফাইনালে ব্রঙ্কস স্টার ও যুব সংঘ (এ) মুখোমুখী হবে। আগামী ১ নভেম্বর রোববাবার ব্রুকলীনে এই ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে লীগের সেমিফাইনালে ব্রঙ্কস স্টার ১-০ গোলে আইসাব এবং যুব সংঘ (এ) ২-০ গোলে ব্রঙ্কস ইউনাইটেড-কে পরাজিত করে ফাইনালে উঠে।
উল্লেখ্য, স্পোর্টস কাউন্সিলের সাবেক প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির আকস্মিক মৃত্যুতে খেলার শুরুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়। গত ২৫ অক্টোবর ঢাকার জিগাতলার বাসা থেকে টনির মরদেহ উদ্বার হয়। তার মৃত্যুও সঠিক কারণ জানা যায়নি।
রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ফুটবল লীগের প্রথম সেমিফাইনাল খেলায় ব্রঙ্কস স্টার ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। আকর্ষণীয় আর উত্তেজনা পূর্ণ এই খেলার প্রথমার্ধ ০-০ গোলে ড্র ছিলো। খেলার দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের সময় ব্রঙ্কস স্টারের মারুফ জয় সূচক গোলটি করেন (১-০) এবং ব্রঙ্কস স্টার ফাইনালে উঠে।
খেলার দ্বিতীয় সেমিফাইনালে যুব সংঘ (এ) ব্রঙ্কস ইউনাইটেডের সাথে মুখোমুখী হয়। খেলার প্রথমার্ধের ৪ মিনিটের সময় ব্রঙ্কসের সিদ্দিক প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর ১৬ মিনিটের সময় যুব সংঘের খালেদ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। পরবর্তীতে খেলার ৪৫ মিনিটের সময় যুব সংঘের সুহেল গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এই আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলায় আর কোন গোল না হওয়ায় যুব সংঘ পূর্ণ পয়েন্ট লাভ করে ফাইনালে উঠে। এই খেলায় অখেলোয়ারীসূলভ আচরণের জন্য যুব সংঘের আবিদ-কে লাল কার্ড প্রদর্শণ করা হয়।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন নিউইয়র্কের রেজিষ্টার্ড রেফারী অস্কার, আকেডিও ও পেন্ড্রো। বিপুল সংখ্যক প্রবাসী সেমিফাইনাল খেলা উপভোগ করেন।
এছাড়াও স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, হাজী এনাম আব্দুর রহীম বাদশা, ছদরুন নূর ও আব্দুর নূর বড় ভূইয়া ছাড়াও আনোয়ার হোসেন, জুলফিকার আলী ও ফখরুল ইসলাম দেলোয়ার মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
অপরদিকে স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাদের মধ্যে সভাপতি মিসবা আবদীন, সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন ও সাধারণ সম্পাদক রশিদ রানা সহ আব্দুল কাদির লিপু, মখন মিয়া, সুহেল আহমেদ, জামিল আহমেদ, সাবুল উদ্দিন, জয়নাল হাসান, বাবলা চৌধুরী, রাজিব আহমেদ, মইনুল উদ্দিন, খালেদ হোসেন, সাব্বির আহমেদ, মামুন আহমেদ মাঠে উপস্থিত ছিলেন।