দেশ

কুড়িগ্রামে ব্যাটালিয়ন আনসারদের তৎপরতায় বেচে গেলেন শিশু আল আমিন হোসেন

bbজিএম রাঙ্গা:  ২৬ অক্টোবর সন্ধ্যায় বাড়ী যাওয়ার পথ হারিয়ে কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি অফিসের পূর্ব পার্শ্বে মূল রাস্তার গেটের সামনে দাড়িয়ে কান্না করতে থাকেন ৭ বছরের শিশু মোঃ আল আমিন হোসেন এবং আনমনা হয়ে রাস্তা পারাপারের চেষ্টা করেন। ব্যস্ত রাস্তায় হঠাৎ গাড়ীর নিচে পড়ার উপক্রম হয় শিশুটির। এ সময় মনিটরিং মাঠকর্মী মোঃ ফজলুল করিম ও ব্যাটালিয়ন আনসার মোঃ সাজেদুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে ডিউটিরত নায়েক মোঃ রফিকুল ইসলামসহ শিশুটিকে দ্রুত উদ্ধার করে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কুড়িগ্রামের সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়ার নিকট নিয়ে আসেন। এসময় সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়া শিশুটিকে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কুড়িগ্রাম এ হেফাজতে রাখেন এবং শিশুটির কাছ থেকে তথ্য সংগ্রহ করে জানাতে পারেন সে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন মধ্যবজরা গ্রামের মোঃ আলী হোসেন ও মোছাঃ গোলেনুর বেগমে ১ম সন্তান। অতঃপর উক্ত অঞ্চলের ভিডিপি দলনেতার মাধ্যমে শিশুটির বাবা-মাকে খবর দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। ২৭ অক্টোবর তারিখ শিশুটির মা-বাবার শিশুটিকে হস্তান্তর করেন।

এমন আরো সংবাদ

Back to top button