দেশ

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ভালুকা উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত

moযাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য বন্ধ করা, গণপরিবহনে নানা অনিয়ম ও বিশৃঙ্খলা প্রতিরোধ করে দেশের উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল করতে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক অনুমোদন পত্রে বিশিষ্ট সমাজকর্মী সংবাদিক এস. এস শাহজাহান সেলিমকে আহ্বায়ক ও সাংবাদিক আক্কাস আলীকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

গঠিত আহ্বায়ক কমিটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় যাত্রী হয়রানী বন্ধে কার্যকর ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ভালুকা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে এই কমিটিতে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়।

এমন আরো সংবাদ

Back to top button