এন্টারটেইনমেন্ট

স্টার সিনেপ্লেক্সে টিকিটের দাম অর্ধেক

সিনেপ্লেক্সে চলছে হলিউড-ঢালিউডের ছবি
সিনেপ্লেক্সে চলছে হলিউড-ঢালিউডের ছবি

প্রায় সাত মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে চালু হয়েছে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা। নতুন খবর হলো, এ মাল্টিপ্লেক্সে চেইন প্রথম দিন থেকে অর্ধেক দামে সিনেমা দেখতে পারছে দর্শক। সোশ্যাল মিডিয়ায় অনেক দর্শক এ নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। এর আগে এক সংবাদ সম্মেলনে স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহাবুবুর রহমান রুহেল বলেন, স্বাস্থবিধি মেনে  শুক্রবার থেকে সিনেপ্লেক্সের সবগুলো শাখা চালু করছি। হল চালুর প্রথম এক হাজার দর্শক অর্ধেক দামে টিকিট কেনার সুযোগ পাবেন।

আরও জানান, স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ‘ন ডরাই’ আগামী এক মাস সিনেপ্লেক্সের সকল শাখায় অর্ধেক দামে টিকিট কিনে দেখার সুযোগ পাবেন দর্শকেরা। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসনসংখ্যার ৪০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকিট নেওয়াকে উৎসাহিত করছেন তারা।

স্টার সিনেপ্লেক্সে এই মুহূর্তে চলছে বাংলাদেশের নতুন ছবি উনপঞ্চাশ বাতাস, ন ডরাই। হলিউডের টেনেট, মুলান ও ব্লাডশট।

ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এমন আরো সংবাদ

Back to top button