প্রবাস

লিসবনে উদ্বোধন হয়েছে ভিন্ন আঙ্গিকের মিনি সুপার শপ “মাছ বাজার”

bলিসবন পর্তুগাল: পর্তুগালের রাজধানী শহর লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকা রুয়া দো বেনফোরমোযোতে শুভ উদ্বোধন হয়েছে ভিন্ন আঙ্গিকের “মাছ বাজার” মিনি সুপার মার্কেট।  স্থানীয় সময় শুক্রবার জুমা পরবর্তীতে কমিউনিটির বিপুলসংখ্যক বিশিষ্টজনের উপস্থিতিতে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মিনি সুপার শপটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

কমিউনিটির দৈনন্দিন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি মিনি সুপার মার্কেটে বিশেষ করে শোভা পাবে দেশী বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ। যার মধ্যে ইলিশ, রুই, সরপুঁটি, বোয়াল, কুরাল, দেশী মাগুর, তেলাপিয়া, সোল, রুপচাঁদা, পাবদা, গুলসা, কই, বালিয়া, খুলিশা, কেসকি, লইটা, দেশী পুটি অন্যতম।

এসময় উপস্থিত সকলে ভাল, গুণগত ও মান সম্মত পন্য, সঠিক ওজন এবং সেবা নিশ্চিত করার অনুরোধ করেন। বাংলাদেশ কমিউনিটির পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীরা এখান থেকে পন্য ও সেবা নিতে পারবে।  মাছ বাজারের উদ্যোক্তা কামরুল আলী জানান, দীর্ঘদিনের পর্তুগালের বসবাসের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ কমিউনিটির কাঙ্ক্ষিত পন্য ও সেবা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। করোনা মহামারীর মধ্যে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যোগান নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এমন আরো সংবাদ

Back to top button