এন্টারটেইনমেন্ট
রাজন সাহার সঙ্গীতায়োজনে গাইলেন দুই বাংলার ৮ শিল্পী

এ প্রসঙ্গে সঙ্গীত পরিচালক রাজন সাহা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শারদীয় দুর্গাপূজা সকলের একটি প্রিয় উৎসব। আমি চেষ্টা করছি প্রিয় শিল্পীদের নতুন নতুন সব গান দিয়ে উৎসবটিকে আরো জমজমাট করতে । প্রতিবারের ন্যায় এবারও চেষ্টা করেছি প্রিয় শিল্পীদের কিছু মৌলিক গান দর্শক- শ্রোতাদেরকে উপহার দিতে। কতটুকু সার্থক হয়েছি সেটা দর্শক- শ্রোতারাই বিচার করবেন। তবে দর্শক- শ্রোতাদেের মনে গান ও ভিডিও ঠাঁয় পেলে কাজের সার্থকতা খুঁজে পাবো। স্টুডিও জয়ার অফিসিয়াল ইউটিউব পেজে নতুন এই গানগুলো পাওয়া যাবে বলে জানা গেছে।