বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান মন্জুর আলম নাহিদ। তিনি বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক এবং নাবিশা গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তাকে নির্বাচিত করায় তিনি বঙ্গবন্ধু কন্যা ও মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসাথে দলের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, ৯ ডিসেম্বর ২০১৯ এই কমিটি অনুমোদন দেয়া হয় এবং আজ ১৯ অক্টোবর ২০২০ নব নির্বাচিত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।