খেলাধুলাপ্রবাস

চলতি বছর নয় উৎসব ‘বিপিএল টি-২০’ আগামী বছর

bplনিউইয়র্ক: আগামী বছর ২০২১ সালের মে মাসের মেমোরিয়াল ডে উইকএন্ডে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসব গ্রুপ প্রেজেন্ট ‘বিপিএল অফ ইউএসএ টি-২০’। এতে পাওয়ার্ড স্পন্সর হবে এটর্নি র‌্যান্ডি বি. সিগেল এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকবে টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা। খেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান বিপিএল অফ ইউএসএ’র প্রেসিডেন্ট সুমন খান।
সুমন খান বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধি-কে জানান, কোভিড-১৯ এর কারনে চলতি বছরের (২০১০ সাল) ‘বিপিএল অফ ইউএসএ টি-২০’ এর খেলা স্থগিত করা হয়েছে। বিপিএল অফ ইউএসএ আগামী বছর তরুণ ক্রিকেটারদের জন্য ট্রেনিং এবং বয়স ভিত্তিক টুর্ণামেন্টেরও আয়োজন করতে যাচ্ছে। বিপিএল এর তরুণদের নিয়ে এই উদ্যোগ সাফল্যমন্ডিত করার জন্য খেলাপ্রিয় মানুষ বিশেষ করে ক্রিকেটপ্রেমী সকল পৃষ্ঠোপোষকদের প্রতি আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট সুমন খান।

এমন আরো সংবাদ

Back to top button