লিড নিউজ

এমপি নিক্সনের এলাকায় ১৪৪ ধারা জারি

ভালো সংবাদফরিদপুরের সদরপুরে একই জায়গায় এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টা হতে আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বিষয়টি নিশ্চিত করে বলেন, যেকোনো প্রকার অনভিপ্রেত পরিস্থিতি রোধ করতে সদরপুর উপজেলা সদরের ১ কিলোমিটার স্থানজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে এই সীমানার মধ্যে সভা সমাবেশ বা জমায়েত করতে দেয়া হবে না।

ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এমন আরো সংবাদ

Back to top button