লিড নিউজ
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে তথ্যমন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তার ব্যক্তিগত সহকারী কায়সারুল আলম বলেন, ‘করোনা পজিটিভ আসার পর শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। তবে তিনি ভালো আছেন।’ খবর ইউএনবির।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান কায়সারুল আলম। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (শুক্রবার) তথ্য অনুসারে, দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩৮ জন। আর মোট মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭.৮৯ শতাংশ।