বিদেশ

আজ নির্বাচন, নিউজিল্যান্ডে জাসিন্দাই বিজয়ী হওয়ার সম্ভাবনা

newনিউজিল্যান্ডে আজ শনিবার জাতীয় নির্বাচন। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন বিজয়ী হবেন তা জনমত নিশ্চিত করেছে। কিন্তু প্রশ্ন হলো তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিনা তা নিয়ে। এ খবর দিয়ে বিবিসি লিখেছে, জনমত জরিপ অনুযায়ী দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন জাসিন্দা আরডেন। কারণ, তিনি করোনা ভাইরাস মহামারি সফলতার সঙ্গে মোকাবিলা করেছেন। এ ছাড়া তিনি ক্রাইস্ট চার্চে মুসলিমদের বিরুদ্ধে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যে পদক্ষেপ নিয়েছিলেন, তার জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন। কারণ, ওই সময় তিনি ধর্ম বর্ণ সব ভুলে মানবতার নেত্রী হিসেবে মুসলিমদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button