এন্টারটেইনমেন্ট

ফাহমিদা নবীর কণ্ঠে ‘কোনো মানে নেই’

valo sangbad fahmidanabi.com
Photo: fahmidanabi.com

‘কোনো মানে নেই’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। ওমর ফারুক বিশালের কথায় গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন জিয়া খান। সংগীতায়োজনে জাহিদ বাশার পঙ্কজ। সম্প্রতি জাহিদ বাশার পঙ্কজের মগবাজারের রেড অ্যান্ড ব্ল্যাক স্টুডিওতে হাজির হয়ে গানটিতে কণ্ঠ দেন ফাহমিদা নবী। এতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রবাসী গায়ক তাসলিম হাসান। দ্বৈত কণ্ঠের পাশাপাশি গানটি প্রকাশ পাবে ফাহমিদা নবীর একক ট্র্যাক হিসেবেও। গানটি গেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘জিয়া আমার খুব কাছের ছোট ভাই। ও খুব ভালো সুর করে। খুব সুন্দর কথার এই গানটির সুর-সংগীতায়োজনও চমৎকার করেছে। এটি সেমি মেলো-ক্লাসিক্যাল ঘরানার মিষ্টি প্রেমের একটি গান। কথা-সুরের মধ্যে বেশ দরদ আছে। যে কারোরই গানটি ভালো লাগবে।’

সুর-সংগীত পরিচালক জিয়া খান বলেন, ‘ফাহমিদা আপা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি ভালো গেয়েছেন। উনার কণ্ঠ নেওয়ার পর নিজের মধ্যে এক ধরনের ভালোলাগা কাজ করছে। আমি অত্যন্ত খুশি। তাসলিম হাসানও বেশ ভালো গান করেন। আশা করছি, গানটি শ্রোতার মনে মুগ্ধতা ছড়াবে।’ সংগীতায়োজক জাহিদ বাশার পঙ্কজ বলেন, ‘খুব ভালো একটি কাজ হয়েছে। ব্যক্তিগতভাবে শ্রোতাদের কাছে আমার দাবি, আমরা সবাই যেন ভালো কথা-সুরের মানসম্মত ও রুচিশীল গান বেশি বেশি শুনি। ভালো গানে মনোনিবেশ করি। তাহলে আমাদের গান-বাজারে দারুণ একটা পরিবর্তন আসবে।’

ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এমন আরো সংবাদ

Back to top button