প্রবাস

নিউইয়র্ক প্রবাসী টাঙ্গাইলের মায়া’র ইন্তেকাল

mনিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলের হামিদা আক্তার মায়া (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। নিউইয়র্ক সময় সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টা ৫৩ মিনিটে তিনি নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগ সহ ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন এবং এক পুত্রকে নিয়ে নিউইয়র্ক সিটির উডসাইডে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্র সহ বহু আত্নীয়-স্বজন রেখে গেছেন।
জানা গেছে, মরহুমা হামিদা আক্তার মায়া’র দেশের বাড়ী টাঙ্গাইল শহরের দিঘুলিয়া। তার বাবার নাম মোহাম্মদ মুছা তালুকদার। তিনি তাদের ৪ বোন, ২ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার এক কন্যা যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং অপর কন্যা বাংলাদেশে বসবাস করেন। তার এক ভাই বাংলাদেশে এবং অপর ভাই-বোন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। মোহাম্মদ আনোয়ার হোসেন নাসির নামের তার এক ভাই বস্টন প্রবাসী। তিনিও এক সময় বস্টনে বসবাস করতেন। মরহুমা মায়া প্রবাসের সঙ্গীত শিল্পী ফিরোজ আহমেদের খালাতো বোন।
নামাজে জানাজা: মরহুমা হামিদা আক্তার মায়া’র নামাজে জানাজা মঙ্গলবার (১৩ অক্টোবর) জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সহ মুসল্লীরা অংশ নেন। জানাজা শেষে মরহুমার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ: টাঙ্গাইলের সন্তান হামিদা আক্তার মায়ার মৃত্যুতে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ এবং টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং মরহুমার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button