বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন (বিসিইএ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩টায় রাজধানী ঢাকার উত্তরায় রাজকণ্যা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সহ-প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে বিসিইএ সম্পর্কে মূল বক্তব্য রাখেন, বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াছুর রহমান সোহাগ। আরও বক্তব্য রাখেন, সহ-প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান কামাল।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভাগীয় ও জেলা সমন্বয়কবৃন্দ এবং বিভিন্ন স্কোয়াডের দায়িত্বশীল ব্যাক্তিবর্গসহ বিভিন্ন জেলার সাধারণ সদস্যবৃন্দ। বেলা ৩টা থেকে শুরু হয়ে ৫ ঘন্টা ব্যাপী এ মতবিনিময় সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বিশ্লেষণ, সাংগাঠনিক কাঠামো ও নিবন্ধন জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন স্কোয়াডের কার্যক্রম ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়।
সারা বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণে বড় পরিসরে একটি মিলনমেলা আয়োজনের পরিকল্পনা করা হয়। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারদের কল্যাণে কিছু যুগোপযোগী পরিকল্পনা হাতে নিয়ে সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সকলেই একমত পোষণ করেন।