দুর্গা পূজার মিউজিক্যাল ফিল্মে প্রিয়াঙ্কা-শান্ত
দুর্গা পূজা উপলক্ষে নির্মিত হলো দুটি মিউজিক্যাল ফিল্ম। মিউজিক্যাল ফিল্ম দুটিতে লিড মডেল হিসেবে কাজ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী-নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা চলচ্চিত্র অভিনেতা-মডেল হাসিব খান শান্ত। সম্প্রতি বগুড়ার বিভিন্ন লোকেশনে তিনদিন ধরে দুর্গা পূজার বিশেষ মিউজিক্যাল ফিল্ম ‘মা দূর্গা টুয়েন্টি টুয়েন্টি’ ও ‘এসেছে দূর্গা মা’ এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। মিউজিক্যাল ফিল্ম দুটি নির্মাণ করেছেন যৌথভাবে আকতারুল আলম তিনু ও আহমেদ সাব্বির রোমিও।
রাজন সাহার সুর-সঙ্গীতে ‘মা দূর্গা টুয়েন্টি টুয়েন্টি’ শিরোনামের গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন শিলা দেবী। অন্যদিকে ‘এসেছে দূর্গা মা’ শিরোনামের গানটি লিখেছেন আকতারুল আলম তিনু। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে কন্ঠ দিয়েছেন মম রহমান।
এ প্রসঙ্গে নির্মাতা আকতারুল আলম তিনু বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সকল ধর্মের মানুষের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সকলে নিজ নিজ ধর্ম পালন করলেও উৎসবকালীন সময় আমরা সবাই একে অপরের সাথে মিলে মিশে উৎসবে শামিল হয়ে থাকি। যেহেতু বর্তমানে করোনার মহামারীর সময়ে আমরা আমাদের স্বাধীনতা দিবস, ঈদ, জাতির জনকের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পালন করেছি, ঠিক একই ভাবে এবারের দূর্গা পূজা উৎসব সেভাবে বর্ধিত আকারে পালন করা সম্ভব নয়- বিধায় আমরা সম্মিলিতভাবে চেষ্টা করেছি এই মিউজিক্যাল ফিল্ম দুটির মাধ্যমে সেই বার্তাটি সাধারণ দর্শকদের মাঝে তুলে ধরতে।
অপর নির্মাতা আহমেদ সাব্বির রোমিও জানান, ‘মা দূর্গা টুয়েন্টি টুয়েন্টি’ মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে ষ্টুডিও জয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ‘এসেছে দূর্গা মা’ আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে অনাবিল মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করছি, দূর্গা পূজা উপলক্ষে নির্মিত এই দুইটি মিউজিক্যাল ফিল্মই দর্শকদের দৃষ্টি আকর্ষন করবে।
মিউজিক্যাল ফিল্মটির ড্যান্স কোরিওগ্রাফি করেছেন দিলীপ রায় ও চিত্রগ্রহণ করেছেন অপু ইসলাম। মিউজিক্যাল ফিল্মটিতে আরও অভিনয় করেছেন বাদল হাসান বর্ণ, এস এম টুটুল, মৌসুমি, নিশি, আলো, শাহজাদী সহ ডি-প্লাস ডান্স গ্রুপের সদস্যবৃন্দ।#