স্বপ্ন’র উদ্যোগে উদ্যোক্তা হচ্ছেন এবার সেই রিকশাচালক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযান চলাকালে রিকশা হারানো সেই ফজলুর রহমান এবার দেশের শীর্ষস্থানীয় রিটেইল শপ স্বপ্ন’র উদ্যোগে উদ্যোক্তা হতে যাচ্ছেন। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি রিকশা ডাম্পিংয়ের সময় ফজলুর রহমান নামে এক রিকশা চালকের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার অশ্রু সজল ছবিগুলো স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরেরও চোখে পড়েছে। তিনি ওই রিকশাচালককে স্বপ্নের উদ্যোক্তা হওয়ার প্রস্তাব দিয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় রিকশাচালক ফজলুরের সঙ্গে দেখা করেন স্বপ্ন’র হেড অব মার্কেটিং তানিম করিম, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী এবং মিডিয়া-পাবলিক রিলেশন ম্যানেজার কামরুজ্জামান মিলু। তারাই ফজলুর রহমানকে এ প্রস্তাবের বিষয়ে জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবটি সানন্দে গ্রহণ করেছেন ফজলুর রহমান। একই সঙ্গে তাকে স্বপ্নের পক্ষ থেকে একটি নতুন রিকশাও কিনে দেয়া হয়। অবশ্য আগেও ব্যক্তি উদ্যোগে তাকে কেউ একজন একটি রিকশা কিনে দিয়েছেন। এখন তার কাছে থাকা দুটি রিকশা দিয়েই তিনি স্বপ্ন’র পণ্য হোম ডেলিভারি শুরু করবেন বলেও জানিয়েছেন তাদের। উচ্ছ্বসিত ফজলুর রহমান বলেছেন, আমার দেশের বাড়ি কুমিল্লা। একটা সময় সিনজির গ্যারেজে কাজ শিখতাম। তারপর টুকটাক করে টাকা জমিয়ে ধার করে রিকশাটা কিনেছিলাম। সেই রিকশা হারানোর পর কী যে কষ্ট হচ্ছিল বোঝাতে পারবো না। কিন্তু আজ আমার খুব ভালো লাগছে। ভেতরের আনন্দটা এখন আর বোঝাতে পারবো না। ভালো একজন উদ্যোক্তা হয়ে ব্যবসাটা ভালোভাবে চালিয়ে যেতে চাই। এ উদ্যোগের সহায়তার জন্য স্বপ্নকে ধন্যবাদও জানান ফজলুর রহমান।