লিড নিউজ

আরও দুই সপ্তাহ বৃষ্টি, ঘূর্ণিঝড় আসছে

আরও দুই সপ্তাহ বৃষ্টি, ঘূর্ণিঝড় আসছে
আরও দুই সপ্তাহ বৃষ্টি, ঘূর্ণিঝড় আসছে

চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুসহ বাংলাদেশ থেকে এ বছরের জন্য বর্ষাকাল বিদায় নিতে পারে। এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ নাগাদ আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের। রোববার সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হচ্ছে। উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল লঘুচাপটি। বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওড়িশা উপকূলে এটি অবস্থান করছে।

মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয়। তবে এটি কোনোভাবে নিম্নচাপে রূপ নেয়ার আশঙ্কা নেই। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। অধিদফতরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, ‘এই মুহূর্তেই লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়ার কোনো আশঙ্কা নেই। বছরের এই সময়টা ঘূর্ণিঝড়ের মৌসুম। তবে এ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ নাগাদ ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।’

এমন আরো সংবাদ

Back to top button