সৌদি টিকিট: সোনারগাঁওয়ের ভেতরে লোকারণ্য
কয়েকদিন বন্ধ রাখার পর ফের সৌদি আরবে যাওয়ার উড়োজাহাজের টিকিট বিক্রি জন্য টোকেন দেয়া শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। আজ রোববার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এয়ারলাইন্সটির বিক্রয় কেন্দ্রে জড়ো হয়েছেন হাজারো টিকিট প্রত্যাশী। এর মধ্যে অনেক নারীও রয়েছেন।
গেল ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয় সাউদিয়া। এরপর ২ ও ৩ তারিখ তারা কোনো টোকেন ইস্যু করেনি সৌদি এয়ারলাইন্স। আগে থেকেই আজ রোববার নতুন করে টোকেন দেয়ার ঘোষণা দিয়ে রেখেছিলো এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মাঝে দুদিন সোনারগাঁও হোটেলের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড় কমলেও গতকাল সন্ধ্যা থেকে জড়ো হতে থাকেন টিকিট প্রত্যাশীরা। হোটেলের পাশেই রাত কাটান প্রবাসীরা।
সকাল হতেই ভিড় আরো বাড়ে, এক পর্যায়ে সোনারগাঁও হোটেলের প্রবেশ পথের গেট ভেঙে ফেলেন টিকিট প্রত্যাশী। এরপর ভেতরে অবস্থান নেন তারা। তাদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছেন হোটেলটির ভেতরে।