বিদেশ

মালির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

 মোক্তার উয়ানি
মোক্তার উয়ানি

মালির অন্তবর্তী প্রেসিডেন্ট বাহ নদাউ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোক্তার উয়ানির নাম ঘোষণা করেছেন। গত রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেয়া হয়। খবর এএফপি’র।

আমাদোউ তোউমানি প্রেসিডেন্ট থাকাকালে ২০০৪ থেকে ২০১১ সালের মাঝামাঝি সময়ে ৬৪ বছর বয়সী উয়ানি মালির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দেশটির ১৮ আগস্টের অভ্যুত্থানের পর থেকে ক্ষমতায় থাকা সামরিক জান্তার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপি’কে বলেন, মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রীর সরকারের সদস্যদের নাম ঘোষণা করা হবে।

ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সংবাদ উৎস
বাসস

এমন আরো সংবাদ

Back to top button