প্রবাস
পর্তুগালের বিদায়ী রাষ্ট্রদূতের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজ

বাংলাদেশ মিশন লিসবন, পর্তুগালের বিদায়ী রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকির সম্মানে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশান এক বিদায়ী সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করে। শনিবার সন্ধ্যায় লিসবনের স্থানীয় এক রেস্টুরেন্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী রীমা আরা, দূতাবাসের দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি ও তার সহধর্মিণী।
সংগঠনের সভাপতি রানা তসলিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত নৈশভোজে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহীন সায়ীদ, সাধারণ সম্পাদক কবি মোরশেদ কমল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, কার্যকরী সদস্য জয় হাওলাদার, জিয়াউর রহমান নিপু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদিকা ফৌজিয়া তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা নাইমা বিথী সহ কমিউনিটির বিভিন্ন পরিবার ও ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতির বক্তব্যে বিদায়ী রাষ্ট্রদূতের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। বিশেষ করে কমিউনিটির উন্নয়নে এবং সহযোগিতায় তার আন্তরিকতা প্রশংসা করেন। দূতাবাসকে প্রবাসী বাংলাদেশীদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে রাষ্ট্রদূতের ভূমিকার কথা তুলে ধরেন।
এছাড়া তিনি আরো উল্লেখ করেন পর্তুগাল সরকারের সমস্ত নিয়মকানুন অনুসরণ করে উক্ত সংগঠনটি সাম্প্রতিক সময়ে তার নিবন্ধন প্রকৃয়া সমাপ্ত করেন। তিনি রাষ্ট্রদূতের নতুন কর্মস্থলে (পাকিস্তান) সফলতার সাথে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন সুন্দর ও মনোরম একটি নৈশভোজ আয়োজনের জন্য এবং সংগঠনটির নিবন্ধন প্রকৃতি সমাপ্ত হওয়ায় অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, উক্ত সংগঠন ভবিষ্যতে কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এদেশের বিভিন্ন সংস্থার সাথে সরাসরি কাজ করবে।