লিড নিউজ

ড. মোমেন ও প্রিন্স ফয়সালের ফোনালাপ

ড. মোমেন ও প্রিন্স ফয়সালের ফোনালাপ
ড. মোমেন ও প্রিন্স ফয়সালের ফোনালাপ

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ টেলিফোনে আলাপ করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) এ ফোনালাপ হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। রোববার বিকেল ৫টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে টেলিফোন করেন। প্রায় আধা ঘণ্টা দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর একাধিকবার টেলিফোনে আলাপ হয়েছে। তবে এবারে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা  এখনো বিস্তারিত জানা যায়নি। দুই মন্ত্রীর আলাপে রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর বিষয়টি আসতে পারে। এছাড়াও সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্লেনের টিকিট জটিলতা, প্রবাসী কর্মীদের সমস্যা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।

এমন আরো সংবাদ

Back to top button