প্রযুক্তি

২২ বছরে গুগল

Google bangladeshবাইশ বছরে পা রেখেছে বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট গুগল। আনুষ্ঠানিকভাবে ১৯৯৮ সালের 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করলেও গুগল নিজেদের জন্মদিন উদযাপন করে ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ বিশেষ অ্যানিমেটেড ডুডলও প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি। পিএইচডি ছাত্র থাকাকালে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালে গুগল নির্মাণ করেন। পেজ ও ব্রিন শুরুতে নতুন অনুসন্ধান ইঞ্জিনের নাম রাখে ‘ব্যাকরাব’। পরে তাঁরা নাম পরির্বতন করে গুগল রাখেন, যা আসলে ভুল বানানে লেখা ‘googol’ থেকে এসেছে।

জন্মদিনে ডুডল। ছবি : সংগৃহীত

১৯৯৮ সালে তাঁরা গুগলকে প্রাইভেট কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করেন। গুগল ২০০৪ সালে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) দেয় এবং গুগলপ্লেক্স নামে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে নতুন সদর দপ্তরে স্থানান্তর হয়।

গুগলের প্রধান সেবা গুগল সার্চ। এ ছাড়া সেবার মধ্যে আছে গুগল ডক, শিট, স্লাইড, ই-মেইল, গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, গুগল প্লাস, গুগল ডুও/হ্যাংআউট, গুগল ট্রান্সলেট, গুগল ম্যাপস/ ওয়েজ/ আর্থ/ স্ট্রিট ভিউ, ইউটিউব, গুগল কিপ, গুগল ফটোজ প্রভৃতি। গুগল পৃথিবীতে বিভিন্ন ডাটা সেন্টারে প্রায় এক মিলিয়ন সার্ভার চালায় ও ৫.৪ বিলিয়ন বা ৫০০ কোটির ওপর অনুসন্ধানের অনুরোধ এবং প্রায় ২৪ পেটাবাইট ব্যবহারকারী কর্তৃক তৈরি ডাটা প্রক্রিয়াকরণ করে প্রতিদিন।

এমন আরো সংবাদ

Back to top button