নাভারন রেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক খান কবীর আহমেদের ২২ তম মৃত্যুবার্ষিকী| আজ ( ২০ সেপ্টেম্বর) নানা অনাড়ম্বর আয়োজনে পালিত হল হাজারো শিক্ষার্থীর কাছে বটবৃক্ষ খ্যাত এই শিক্ষকের প্রায়নদিবস| আলো ছড়ানো এই মানুষের পুন্যস্মৃতি রক্ষার্থে সকল আয়োজনের পুরোধা তার গ্রাম ও আশেপাশের এতিম আর শিশুরা। যতদিন তিনি পৃথিবীতে আলো ছড়াতে পেরেছিলেন, বটবৃক্ষের মত নিজ ভূবনের সবাইকে ছায়া দিয়ে গেছেন।তিনি ভালবাসতেনগাছ লাগাতে, প্রিয় ছিল শিশু কিশোর, মাথায় হাত বুলাতেন এতিমদের।
তাই, এই দিনকে পালন করতে তার জীবনের করে যাওয়া প্রিয় কাজ গুলোকেই প্রাধান্য দেয়া হয়েছে| দোয়া, গাছের চারা ও মাস্কবিতরণ সহ নানা ধরনের জন কল্যান মূলক কাজে কেটেছে দিনটি| মানুষটির কর্মক্ষেত্র ও আবাস ভূমি শরীফপুর, ঝিকরগাছা, যশোরে নেয়া হয়েছে এসব উদ্যোগ|
মহান এই শিক্ষকের সৎকর্মের ধারাবাহিকতায় সেইসব দেবশিশুদের হাতেই তুলে দেয়া হয়েছে গাছের চারা, যা একদিন ছায়া দিবে, নির্মল করবে চারিদিকের পরিবেশ। তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ এ কর্মরত তার সুযোগ্য সন্তান মো. মনীরুজ্জামান অনলাইনে, আজকের এই কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন| আত্মীয়স্বজন, প্রতিবেশী, এলাকাবাসী, সালেহা কবীর জীবন ফাউন্ডেশন এর কর্মীদের আর আশেপাশের এতিমখানা কতৃপক্ষকেএবং বিশেষ করে এতিমখানার নিষ্পাপ শিশুদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা|