এন্টারটেইনমেন্ট

খোঁজ মিলল নতুন জেমস বন্ডের, কে তিনি?

খোঁজ মিলল নতুন জেমস বন্ডের, কে তিনি?খোঁজ মিলল নতুন জেমস বন্ডের, কে তিনি?
খোঁজ মিলল নতুন জেমস বন্ডের, কে তিনি?

হলিউডের জনপ্রিয় অ্যাকশন মুভি সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘জেমস বন্ড’ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ মুক্তির অপেক্ষায় থাকা ‘নো টাইম টু ডাই’ ছবির পর থেকে জেমস বন্ডের চরিত্রে অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে আর দেখা যাবে না। তাই নতুন বন্ডের খোঁজে মরিয়া ছিল সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান। অবশেষে খোঁজ মিলল নতুন জেমস বন্ডের।

সম্প্রতি আয়ারল্যান্ডের ‘দ্য ভ্যালকন’ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ‘এজেন্ট ০০৭’-এর নতুন জেমস বন্ড হিসেবে দেখা যাবে আইরিশ অভিনেতা টম হার্ডিকে। চলতি বছরের জুন মাসে অডিশন দিয়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী মারফিকে পেছনে ফেলেছেন হার্ডি। চুক্তিবদ্ধ হলে বন্ড ‘এজেন্ট ০০৭’ চরিত্রে দ্বিতীয় কোনো আইরিশ হিসেবে নাম লেখাবেন হার্ডি। এবার টম হার্ডিকে নিয়ে জেমস বন্ড সিরিজের নতুন ছবির ব্যাপারে বিস্তারিত ঘোষণা আসবে শিগগিরই।

১৯৭৭ সালে জন্ম নেয়া অভিনেতা টম হার্ডি অভিনয়ে টেলিভিশন ও সিনেমার অন্যতম তারকা। বেশ কয়েকটি ব্যবসা সফল ছবির উপহার দিয়েছেন তিনি। তবে দীর্ঘ ক্যারিয়ারে হার্ডি বেশি খ্যাতি পেয়েছেন মার্ভেল কমিকসের ‘ভেনম’ চরিত্রে। প্রসঙ্গত জেমস বন্ড হচ্ছে– বিখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং কর্তৃক সৃষ্ট উপন্যাসের কাল্পনিক চরিত্র। এ পর্যন্ত এই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুরে, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রুসনান ও ড্যানিয়েল ক্রেইগকে।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker