
মেক্সিকো সরকারের দেওয়া শীর্ষ সম্মাননা ‘ওহটলি অ্যাওয়ার্ড’ এর তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। দেশটির সম্মানজনক ২০২০ সালের এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আফছার হোসাইন।
দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মেক্সিকান নাগরিকদের সেবা, সহযোগিতা ও সংস্কৃতি প্রচারে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। মেক্সিকোর স্বাধীনতা দিবসে প্রতিবার এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন দীর্ঘদিন ধরে মিশরের মেক্সিকান দূতাবাসে কর্মরত বাংলাদেশি আফছার হোসাইনের নাম।
১৫ সেপ্টেম্বর মেক্সিকোর স্বাধীনতা দিবসের প্রাক্কালে মিশরের কায়রোর মেক্সিকান দূতাবাস বাগানে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দেশটির সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা আফছার হোসাইনের হাতে তুলে দেন দেশটির রাষ্ট্রদূত জোসে অক্টাভিউ ট্রিপ।
করোনার প্রকপের কথা মাথায় রেখে সীমিত পরিসরের এই আয়োজনে সামাজিক দূরত্ব মেনে যোগ দেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামসহ বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি বেসরকারি উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ, মেক্সিকান কমিউনিটির নেতৃবৃন্দ।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে জন্ম নেওয়া আফছার হোসাইন মেক্সিকো দূতাবাসে চাকরী নিয়ে মিশর যান ১৯৯৫ সালে। তার দুই সন্তানের মধ্যে মেয়ে ডাক্তার পুষ্প হোসাইন যুক্তরাজ্যে একটি স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক এবং ছেলে নাঈম হোসাইন কানাডায় আইটি কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। তার স্ত্রী নাজমা হোসাইন কায়রোর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
১৯৯৬ সাল থেকে প্রতি বছর মেক্সিকো সরকারের ওহটলি অ্যাওয়ার্ড কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত ও সম্মানিত করে থাকে। দীর্ঘ সময় ও কয়েক ধাপের মনোনয়ন প্রক্রিয়া শেষে সর্বাধিক যোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। এই প্রথম এমন একটি সম্মাননা পেলেন এশিয়া মহাদেশের কেউ এবং তিনি বাংলাদেশের আফছার হোসাইন।