বিদেশ

জাপানে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদে সুগা

জাপানে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদে সুগা
জাপানে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদে সুগা

জাপানে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা ইয়োশিহিদে সুগা নতুন নেতা নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করার পথ সুগম হলো এবং এটা এখন নিশ্চিত যে, তিনিই হচ্ছেন শিনজো আবে পরবর্তী প্রধানমন্ত্রী। দলীয়ভাবে তাকে আজ সোমবার আভ্যন্তরীণ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর উত্তরসুরি হিসেবে বাছাই করা হয়। এতে সুগা পেয়েছেন মোট ৫৩৪ ভোটের মধ্যে ৩৭৭ ভোট। পার্লামেন্টে তার দল এলডিপি সংখ্যাগরিষ্ঠ। ফলে সেখানে নিঃসঙ্কোচে বুধবারের ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আজ সোমবারের ভোটে সুগা’র কাছে দাঁড়াতেই পারেননি সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। গত আগস্টে প্রধানমন্ত্রী শিনজো আবে ঘোষণা দেন তিনি শারীরিক অসুস্থতার কারণে আর ক্ষমতায় থাকবেন না। পদত্যাগ করবেন। এরইপরই নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে যায়। এক্ষেত্রে ৭১ বছর বয়সী সুগা’কে দেখা হচ্ছিল প্রতিশ্রুতিশীল ও স্থিতিশীল প্রজ্ঞাবান হিসেবে।

এমন আরো সংবাদ

Back to top button