এন্টারটেইনমেন্টশুভ জন্মদিন

শুভ জন্মদিন অমিত হাসান

 আজ চিত্রনায়ক অমিত হাসানের জন্মদিন। ছবি : সংগৃহীত
আজ চিত্রনায়ক অমিত হাসানের জন্মদিন। ছবি : সংগৃহীত

নায়ক হিসেবে যাত্রা শুরু হলেও খলনায়ক হিসেবেও রয়েছে তাঁর সফলতা। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ফিল্ম ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন অভিনেতা অমিত হাসান। ১৯৬৮ সালে আজকের এই দিনে (৯ সেপ্টেম্বর) টাঙ্গাইলের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। এর আগে জাঁকজমকপূর্ণ জন্মদিন পালন করা হলেও আজকের দিনে নেই বিশেষ আয়োজন। তবে গতকাল দিবাগত রাতে তাঁর স্ত্রী-সন্তান কেক কেটেছেন। রাত থেকে সবার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন। প্রিয়জনরা মুঠোফোনে শুভেচ্ছা জানাচ্ছেন। আজ সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম ক্লাবের কার্যালয়ে কেক কাটার কথা রয়েছে তাঁর।

এনটিভি অনলাইনকে অমিত হাসান বলেন, ‘করোনার কারণে আজকের দিনে কোনো আয়োজন নেই। স্ত্রী-সন্তান গত রাতে সারপ্রাইজ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে কথা হচ্ছে। তবে করোনার এ সময়ে চলচ্চিত্রের যে অবস্থা, তাতে কোনোভাবেই জন্মদিনটিকে উপভোগ করতে পারছি না।’

নিজের প্রত্যাশা জানিয়ে অমিত হাসান বলেন, ‘আশা করি, খুব তাড়াতাড়ি বিশ্ব করোনামুক্ত হবে। আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারব। সিনেমা হল খুলবে, সবাই আবারও আগের মতো সিনেমা হলে যাবে ছবি দেখতে। আমরাও সবাই শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। সৃষ্টিকর্তার কাছে এমনটাই প্রার্থনা আমার।’

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা অমিত হাসানের। ১৯৯০ সালের ৫ জানুয়ারি ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক। একক নায়ক হিসেবে অমিত হাসানের অভিষেক ঘটে মনোয়ার খোকন পরিচালিত ‘জ্যোতি’ ছবির মাধ্যমে। এরপর অমিত হাসান অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।

এমন আরো সংবাদ

Back to top button