অর্থনীতি

যুক্তরাষ্ট্রে বিদেশী বীজ বিক্রি নিষিদ্ধ করল অ্যামাজন

 যুক্তরাষ্ট্রে বিদেশী বীজ বিক্রি নিষিদ্ধ করল অ্যামাজন
যুক্তরাষ্ট্রে বিদেশী বীজ বিক্রি নিষিদ্ধ করল অ্যামাজন

যুক্তরাষ্ট্রে আমদানীকৃত বিদেশী বীজ বিক্রি নিষিদ্ধ করেছে অ্যামাজন। কয়েক হাজার আমেরিকান জানিয়েছে, তারা যে বীজের অর্ডার দিয়েছিল, তা পায়নি। আর এসব বীজের অধিকাংশ প্যাকেটই এসেছে চীন থেকে। ফলে রহস্যজনক এ প্যাকেটের কারণে বিদেশী বীজের বিক্রি নিষিদ্ধ করল ই-কমার্স জায়ান্ট। খবর এএফপি।

আমাজন জানায়, এখন থেকে তারা শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক বিক্রেতাদের বীজ বিক্রি করবে। এর আগে জুলাইয়ে আমেরিকানদের কাছে পাঠানো বিদেশী বীজ বপন করতে নিষেধ করে কৃষি বিভাগ। কারণ এসব বীজ যুক্তরাষ্ট্রের কৃষির জন্য ক্ষতিকর হতে পারে। পরীক্ষা করে দেখা গেছে, রহস্যজনক এসব প্যাকেটে মিন্ট, সরিষা, রোজমেরি, ল্যাভেন্ডার, গোলাপসহ ১৪ ধরনের বীজ রয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button