প্রবাস

প্রণব মুখার্জির মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ

Former President Pranab Mukherjee Dies At 84
Former President Pranab Mukherjee Dies At 84

ভারতের প্রথম বাঙালী রাষ্ট্রপতি, ভারত উপমহাদেশের প্রবীণ রাজনীতিক, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শ্রদ্ধাভাজন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের অন্যতম সাহায্য প্রদানকারী, শ্রী প্রণব মুখার্জির মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
এক শোক বার্তায় সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শ্রী প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যুক্তরাষ্ট্র আওয়ামীগের প্রচার সম্পাদক হাজী এনাম প্রেরিত শোক বার্তায় আওয়ামী লীগ নেতৃদ্বয় বলেন, তাঁর মতো নেতার মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়।
উল্লেখ্য, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ৮৪ বছর বয়সে ৩১ আগষ্ট, সোমবার ভারতের রাজধানী দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমন আরো সংবাদ

Back to top button