প্রবাস
লিসবনে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

৩০ আগস্ট রবিবার লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমীতে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। লিসবনের স্থানীয় সময় সন্ধ্যা নয়টায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিথি হয়েছেন।
সংগঠনের সভাপতি জনাব তাহের আহমদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রাজিব আল মামুন মোহন এর পরিচালনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে লিসবনের ছোট মসজিদের খতিব আলা উদ্দিনের কোরআন তিলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোস্যাল ওয়েলফেয়ারের প্রধান উপদেষ্টা শাহীন সায়েদ, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, হাওলাদার ইফতেখার আহমদ জয়, লস্কর নোমান, সহ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম হাসিব ও বৃহত্তর নোয়াখালী কমিউনিটির সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম লাবলু ও সালাউদ্দিন, বাদশা, আবু নাঈম মো: শহিদুল্লাহ, আলো, স্বপন, লিটন কাদরীসহ প্রমুখ।
পরিশেষে বিশ্ব করোনার মহামারি থেকে রক্ষা ও পর্তুগাল প্রবাসীদের জন্য দোয়া এবং সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবু সাইদ। সকলের মুক্তি চেয়ে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি করা হয়।