হিরো অফ দি ডে

আশিকুরের হাতে গিনেস বুকের স্বীকৃতিপত্র

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিপত্র হাতে আশিকুর রহমান জুবায়ের। ছবি: সংগৃহীত
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিপত্র হাতে আশিকুর রহমান জুবায়ের। ছবি: সংগৃহীত

শূন্যে বল নিক্ষেপ এবং ধরে ফেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়া ঝালকাঠির আশিকুর রহমান জুবায়ের পেয়েছেন স্বীকৃতিপত্র। সম্প্রীতি, জুবায়েরের কাছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে একটি স্বীকৃতিপত্র এসে পৌঁছায়। স্বীকৃতিপত্রে বাংলাদেশি আশিকুর ‘নেক থ্রো অ্যান্ড ক্যাচেস’ ক্যাটাগরিতে মিনিটে ৬৫ বার বল নিক্ষেপ এবং ধরে ফেলে বিশ্বরেকর্ড করেন বলে উল্লেখ করা হয়েছে।

আশিকুর রহমানের ঝালকাঠি জেলা শহরের মসজিদবাড়ি রোডের বাসিন্দা জালাল আহম্মেদের ছেলে। তিনি বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র। আশিকুরের কোনো প্রশিক্ষক ছিল না। মা-বাবার চোখ এড়িয়ে ঘরের দরজা বন্ধ করে নিজে নিজে ঘণ্টার পর ঘণ্টা চালাতেন অনুশীলন।

আশিকুর রহমান তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘ফুটবলে আমার অনুপ্রেরণা ওয়ার্ল্ড সুপারস্টার রোনালদিনহো। ২০১৬ সালের ৫ নভেম্বর জার্মানির মার্কেল গুর্ক নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে ৬২ বার বল নিক্ষেপ ও ধরে ফেলে রেকর্ড গড়েন। আমি তাঁর রেকর্ড ভেঙে মিনিটে ৬৫ বার নেক থ্রো অ্যান্ড ক্যাচেসে সফল হই।’ তিনি আরও বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া কঠিন বিষয়। এ জন্য নিয়মিত পরিশ্রম ও একনিষ্ঠ মনোযোগ দরকার।

এমন আরো সংবাদ

Back to top button