দেশ

ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে গ্রিন জার্নালিজম নিয়ে অনলাইন কর্মশালা

ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে গ্রিন জার্নালিজম নিয়ে অনলাইন কর্মশালা
ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে গ্রিন জার্নালিজম নিয়ে অনলাইন কর্মশালা

ইস্টার্ন ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম ও পরিবেশ বিষয়ক ওয়েব পোর্টাল বিডি এনভায়রনমেন্টের যৌথ উদ্যোগে গ্রিন জার্নালিজম নিয়ে একটি অনলাইন কর্মশালা ২৮ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষায় নাগরিক সাংবাদিকতা এবং এর আদ্যোপান্ত নিয়ে এই আয়োজন করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ ও রিভারাইন পিপল এর মহাসচিব শেখ রোকন। কর্মশালাটি পরিচালনা করেন বিডি এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা মোঃ আশরাফুল আলম। এই আয়োজনে কৌশলগত পার্টনার হিসেবে যুক্ত হয়েছে অনলাইন গনমাধ্যম দেশ সমাচার।

পরিবেশ বিষয়ক যেকোন সমস্যা, প্রতিকার কিংবা সম্ভাবনার দ্বার উন্মুক্ত  করতে নাগরিক সাংবাদিকতা এবং তা করার কলাকৌশল নিয়ে আলোচনা করা হয় এই কর্মশালায়। এছাড়াও যাতে করে দেশের নাগরিকরা নাগরিক সাংবাদিকতায় আসে এবং পরিবেশসহ অন্যান্য বিষয়গুলো জাতির সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারে সেই জন্যই এই কর্মশালার আয়োজন।

প্রসঙ্গত, ইস্টার্ন ইউনিভার্সটি জার্নালিস্ট ফোরাম ২০১৩ সালে প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের একটি ফোরাম যেখানে সাংবাদিকতা ও পত্রিকায় লেখালেখি করতে আগ্রহীদের প্রস্তুত করতে নানান ধরনের কর্মশালা, সেমিনার, প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। সেই ধারাবাহিতার অংশ হিসেবে বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনা করে ডিজিটাল মাধ্যমে গ্রিন জার্নালিজম নিয়ে কর্মশালা আয়োজন করা হয়েছে। অন্যদিকে বিডি এনভায়রনমেন্ট ২০১৩ সালে প্রতিষ্ঠিত একটি পরিবেশ বিষয়ক ওয়েব পোর্টাল। অনলাইনে পরিবেশ বিষয়ক লেখা প্রকাশের পাশাপাশি নানান ধরনের সামাজিক কার্যক্রম যেমন বৃক্ষ রোপন, কুইজ প্রতিযোগিতা, পরিবেশ বান্ধব ব্যবসা আইডিয়া  প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এমন আরো সংবাদ

Back to top button